• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্কুল-কলেজে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে: এ্যানি


লক্ষ্মীপুর প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৫, ০৮:৩০ পিএম
স্কুল-কলেজে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে: এ্যানি

ছবি: প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সমাজের সবচেয়ে বড় সমস্যা এখন মাদক। এর প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। স্কুল ও কলেজ পর্যায়ে মাদকবিরোধী প্রচারণা জোরদার করতে হবে। শিক্ষার্থীদের বই পাঠ ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রাখতে হবে, যাতে তারা মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বই পাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল কর্তৃপক্ষ।

এ্যানি বলেন, বই পাঠ প্রতিযোগিতা একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত। এতে শিক্ষার্থীদের জ্ঞান বাড়বে, তারা ভালো-মন্দ চিনতে শিখবে।

তিনি আরও বলেন, বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ও স্মার্টফোন ব্যবহার করছে। তবে এসব মাধ্যমের ভালো দিকটি গ্রহণ করতে হবে। সেখানে যেমন উপকারী তথ্য আছে, তেমনি ক্ষতিকর বিষয়ও রয়েছে। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর টাউন লাইব্রেরির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পাঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন মাহমুদ, হারুনুর রশিদ বাবলু, সাইফুল ইসলাম তপন ও হারুনুর রশিদ। প্রতিযোগিতার বিচারক ছিলেন প্রফেসর গিয়াস উদ্দিন ও কার্তিক সেনগুপ্ত।

এসএইচ

Wordbridge School
Link copied!