ছবি: প্রতিনিধি
ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষককে রাজকীয় বিদায় জানিয়ে বাড়ি পৌঁছে দিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার মহিষখোঁচা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো. আব্দুল জলিলের অবসরের দিনটি পরিণত হয় এক আবেগঘন মুহূর্তে।
দিনভর নানা আয়োজন, ভালোবাসা আর বেদনায় ভরা পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। পরে স্কাউটস সদস্য শিক্ষার্থীরা ফুলে সজ্জিত গাড়িতে যথাযোগ্য সম্মান জানিয়ে তাঁকে বাড়ি পৌঁছে দেয়।
১৯৯৫ সালের ৩১ ডিসেম্বর তিনি মহিষখোঁচা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। সহকর্মীরা বলেন, আব্দুল জলিল শুধু শিক্ষক নন, তিনি ছিলেন প্রেরণাদাতা ও পথপ্রদর্শক, যিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।
অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষক বলেন, শিক্ষার্থীদের তিনি কখনো শুধু ছাত্র হিসেবে দেখেননি, বরং নিজের সন্তানের মতোই যত্ন নিয়েছেন। সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধা তাঁর শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি।
এসএইচ







































