ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী কয়েকদিন রাত ও ভোরের তাপমাত্রা আরো কমতে পারে।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় শীত জেঁকে বসেছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের ঝলমলে আলো দেখা গেলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না বরং বেশি অনুভব হচ্ছে।
পিএস







































