• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব


শরীয়তপুর প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৫২ এএম
নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

অনৈতিক উদ্দেশ্যে নির্বাচন ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা সরকার কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রেসসচিব জানান, দেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, “পৃথিবীর কোনো শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে না।”

তিনি আরও বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অনৈতিক দাবি তুলে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টাও সরকার কঠোর হাতে দমন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, যারা পতিত স্বৈরাচারের প্রতিনিধিত্ব করে, তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। কোনো অবস্থাতেই তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

এম

Wordbridge School
Link copied!