• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহ রেলের টিকেট কালোবাজারির অভিযোগে স্টুয়ার্ট গার্ড আটক


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২৬, ০৫:১৪ পিএম
ময়মনসিংহ রেলের টিকেট কালোবাজারির অভিযোগে স্টুয়ার্ট গার্ড আটক

ফাইল ছবি

ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে টিকেট কালোবাজারির অভিযোগে হাওড় এক্সপ্রেসের এক স্টুয়ার্ট গার্ডকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃতের নাম মো. মানিক মিয়া, বয়স ৩১ বছর। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ছানিপুড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মানিক মিয়া দীর্ঘদিন ধরে ট্রেনের টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে জংশনে পৌঁছালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কোচ নম্বর ঙ-এর চারটি প্রিন্ট করা টিকেটে ১৬টি আসন পাওয়া যায়। এই টিকেটগুলি তিনি ট্রেনের ভিতরেই যাত্রীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন।

ওসি আকতার হোসেন আরও জানান, মানিক মিয়া দীর্ঘ দশ বছর ধরে হাওড় এক্সপ্রেসে স্টুয়ার্ট গার্ডের চাকরি করছেন। আটককৃত স্টুয়ার্ট গার্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ 

Wordbridge School
Link copied!