• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, ৪ পুলিশ আহত


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৯:৪৬ পিএম
কক্সবাজারে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, ৪ পুলিশ আহত

প্রতিক ছবি

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ৯টি বন্দুক ও ৩০ রাউন্ড গুলিসহ জুনু নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেপ্তারে কালারমারছড়ার চালিয়াতলীতে অভিযানে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য গুলিবর্ষণ করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় আধা ঘন্টাব্যাপী চলে গুলিবিবর্ষণ।

পরে ডাকাতদল কোন উপায় না দেখে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেপ্তার করা হয়। এসময় আহত হন পুলিশের চার সদস্য। তাদের চিকিৎসার জন্য মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে ৯টি দেশীয় তৈরী বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জুনুর বিরুদ্ধে মহেশখালী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!