• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ, সার বিতরণ


কুষ্টিয়া প্রতিনিধি মার্চ ২১, ২০১৭, ১২:৩৮ পিএম
কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ, সার বিতরণ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় খরিফ-১/২০১৭-১৮ মৌসুমে আউস ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ, সার ও অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে কুমারখালী উপজেলা হলরুমে এসব বিতরন করেন কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

এসময় তিনি বলেন, প্রান্তিক কৃষকের কৃষি উৎপাদনে সহজিকরণ ও উদ্বুদ্ধ করতেই সরকারী প্রণোদনার অংশে এ কর্মসূচী গ্রহণ করছে। তিনি আরও বলেন, কৃষি নির্ভর আমাদের এই দেশে কৃষি, কৃষক ও উৎপাদিত পণ্যের বিকল্প অন্য কিছু আমরা ভাবি না।

এরই ফলে জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ কৃষকের জীবনমান উন্নয়ন ও কৃষি উপকরণ বীজ, সার ও নগদ অর্থ বিনা মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। সরকারের যুগান্তকারী এমন কর্মকান্ডেই খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে সহায়ক হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার এর সভাপতিত্বে এসময় কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!