• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রা শুরু


গোপালগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২, ২০১৮, ০৫:২৪ পিএম
টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রা শুরু

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি ও স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে।

শুক্রবার (২ নভেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা রেলওয়ে স্টেশন থেকে ৭৮৩নং টুঙ্গীপাড়া এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেনটি ঈশ্বরদী জংশন হয়ে রাজশাহী পৌঁছাবে মাত্র ছয় ঘণ্টায়। এই পথের দূরত্ব ২৫৬ কিলোমিটার।

এর আগে বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন।

রেলওয়ে সূত্র জানায়, ৭৮৩নং (আপ) টুঙ্গীপাড়া এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা থেকে ছাড়বে। পরবর্তীতে রাজশাহী থেকে ৭৮৪নং (ডাউন) টুঙ্গীপাড়া এক্সপ্রেস বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে এসে গোবরা পৌঁছাবে রাত ১০টায়।

উল্লেখ্য, প্রথমে ট্রেনটির নাম ‘বঙ্গমাতা এক্সপ্রেস’ করা হলেও পরবর্তীতে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামকরণ করা হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!