• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বখাটে স্টাইলে চুল কাটলেই ৪০ হাজার টাকা জরিমানা


টাঙ্গাইল প্রতিনিধি মার্চ ২০, ২০১৯, ০৩:২৩ পিএম
বখাটে স্টাইলে চুল কাটলেই ৪০ হাজার টাকা জরিমানা

ঢাকা: টাঙ্গাইলের ভুঞাপুরে বিকৃত হেয়ার স্টাইলে দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা শীল সমিতি।

ভূঞাপুর উপজেলা শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক অরুন চন্দ্র শীল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকৃত হেয়ার স্টাইল এবং দাঁড়ি ও গোঁফ মডেলিং এর উপর সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, হেয়ার স্টাইলের কোন ক্যাটালক দোকানে প্রদর্শনও করা যাবে না।

এই আদেশ অমান্য করলে ভুঞাপুর উপজেলা শীল সমিতি কোন দায়ভার গ্রহণ করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভুঞাপুর উপজেলা শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল বলেন, আমরা আমাদের সমিতির সদস্যদের লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করেছি। এ নির্দেশনা অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে এবং এতে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Wordbridge School
Link copied!