• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গর্ভের সন্তানসহ মারা গেলেন সুপ্রিমকোর্টের আইনজীবী


নিজস্ব প্রতিনিধি জুলাই ১৪, ২০২১, ০৩:১৯ পিএম
গর্ভের সন্তানসহ মারা গেলেন সুপ্রিমকোর্টের আইনজীবী

ছবি : সংগৃহীত

ঢাকা : সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট কানিজ রেহনুমা আহমেদ ভাষা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভে সন্তান থাকা অবস্থায় মারা যান তিনি।

বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

কানিজ রেহনুমার সহকর্মী অ্যাডভোকেট সুবীর নন্দী দাস মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। অ্যাডভোকেট কানিজ রেহনুমা আহমেদ ভাষা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলার বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানা রাব্বানীর মেয়ে। কানিজ রেহনুমার স্বামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এদিকে কানিজ রেহনুমা ভাষার মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কীভাবে কী লিখব, কী বলব কিছুই বুঝছি না। এইতো কয়দিন আগে আমাকে কি সুন্দর একটা ম্যাসেজ করল, ওর কে একজন আমাদের সঙ্গে দেখা করবে, আর আমাদের যদি কিছু লাগে, সময় চাইছিল, আমি উত্তর দিতে পারি নাই তোমাকে বোন। ভেবেছিলাম একটু কয়েকটা দিন গেলে উত্তর দেব। আজকে কি শুনলাম  জানি না। তুমি নাই...। আমি বিশ্বাস করতে পারছি না। বেশি কঠিন কোনো কিছুতে মাথা কাজ করে না। তাই ভাবতে ও পারছি না। ভাষা, কি বলব তোমাকে জানি না, তুমি কি ভালো থাকবে একা একা? আল্লাহ এ পৃথিবী বাস যোগ্য করে দাও মানবকুলের জন্য, আমাদের না বুঝা পাপের প্রায়শ্চিত্ত অনেক তো হলো, আর কত? মৃত্যুর বোঝা ভারি হতে হতে আর বহনযোগ্য হচ্ছে না। স্বাভাবিক মৃত্যুই মানতে পারি না। আর এ কেমন... এ কেমন!!’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!