• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ইতালি নাগরিক তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৩, ২০২৫, ০৩:০০ পিএম
ইতালি নাগরিক তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঢাকা : ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা থেকে খালাস পেয়েছেন চারজন। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ও মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল। এছাড়া খালাসপ্রাপ্তরা হলেন- বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেল।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালি নাগরিক তাবেলা সিজার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় গুলশান ৯০ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে গুলশান এভিনিউ সংলগ্ন গভর্নর হাউজ এলাকার ফুটপাতে তাবেলা সিজারকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় দ্রুত তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসকরা তাবেলা সিজারকে মৃত ঘোষণা করেন।

পিএস

Wordbridge School
Link copied!