• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএসবির খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২৫, ০৫:৩৭ পিএম
বিএসবির খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

ঢাকা: রাজধানীর গুলশান থানার অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক খালিদ সাইফুল্লাহ তাকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানি শেষে আদালত আদেশ দেন। 

মামলায় অভিযোগ করা হয়- আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।

উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে তারা ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।

আইএ

Wordbridge School
Link copied!