• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের বিরুদ্ধে হত্যা মামলার কার্যক্রম স্থগিত


আদালত প্রতিবেদক অক্টোবর ২৪, ২০১৭, ০২:৪৫ পিএম
মির্জা ফখরুলের বিরুদ্ধে হত্যা মামলার কার্যক্রম স্থগিত

ঢাকা: ২০১৩ সালে হরতাল অবরোধের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে এ মামলাটি বাতিল চেয়ে মির্জা ফখরুলের করা একটি আবেদেনর শুনানি করে বিচারপতি মো. মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন আইনজীবী সগির হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।

পরে অঅদালত থেকে বেরিয়ে লিওন সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগে বাসে বোমা হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুইজন বাসযাত্রী নিহত হন।

এ ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় আজ আদালত শুনানি করে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!