• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৮, ০৩:৪০ পিএম
নির্বাচন কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩ ডিসেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিটটি খারিজ করে দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে গত ২৫ নভেম্বর সিইসি ও অন্য চার কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলোয়ার হোসেন। রিটে বলা হয়, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন না করেই তাদের নিয়োগ দেয়া হয়েছিল।

তবে রিট আবেদনটি উত্থাপিত না হওয়ায় সোমবার সেটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!