• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন আটক


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০২৫, ০৫:৩৬ পিএম
বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন আটক

ছবি : সংগৃহীত

ঢাকা : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন-কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। এর মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর। 

এপিবিএন জানায়, বিমানবন্দরের বহির্গমন ১ নম্বর টার্মিনালের সামনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দিচ্ছিলেন কবির হোসেন। এ সময় উপস্থিত সহযাত্রীদের মধ্যে সন্দেহ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে গোলযোগ সৃষ্টি হয়। সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্সরা তাদের অফিসে নিয়ে এসে তল্লাশি করে। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে চারটি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশ্যে আনা হয় এগুলো। 

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। শুক্রবার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তারা দুজনকে আটক করেছেন। 

পিএস

Wordbridge School
Link copied!