• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আত্মগোপনে ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে সাড়া নেই ইন্টারপোলের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১২, ২০২৫, ০১:৪৩ পিএম
আত্মগোপনে ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে সাড়া নেই ইন্টারপোলের

ছবি : সংগৃহীত

ঢাকা : জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮৭ কর্মকর্তা। এসব কর্মকর্তাদের গ্রেপ্তারে ইন্টাপোলে রেড নোটিশের আবেদন করা হলেও তাতে সাড়া দেয়নি সংস্থাটি। এমন তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে আলোচিত ডিবিপ্রধান হিসেবে পরিচিত সাবেক ডিআইজি হারুন অর রশিদের অবস্থানের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ছাড়া, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান রয়েছেন যুক্তরাজ্যে এবং প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে অবস্থান করছেন। দেশে তাদের বিরুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা দায়ের করে ভুক্তভোগীরা। কিন্তু আটকের জন্য রেড নোটিশের আবেদন করা হলেও ইন্টারপোল এখনও সাড়া দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে পুলিশের এআইজি শাহাদাত হোসাইন বলেন, আমাদের দেশে যে অপরাধ করেছে, তা তাদের দেশে হয়তো অপরাধ হিসেবে গণ্য নয়। কেউ কেউ রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকতে পারে। সেক্ষেত্রে তাদের মানবাধিকার বিষয়টি বিবেচনায় নেয়া হয়। এ জন্য আমরা আবেদন করলেও রেড নোটিশ অনেক সময় জারি হয় না। তাই রেড নোটিশের মাধ্যমে আসামি আনা অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 

সরকারি চাকরির বিধি অনুযায়ী, কর্মস্থল ত্যাগ বা আত্মগোপন করা শাস্তিযোগ্য অপরাধ মন্তব্য করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সোহেল রানা বলেন, অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। তারা অপরাধে জড়িত থাকলে অনুপস্থিতির সুযোগে পালিয়ে থাকতে পারে না। তবে দেশে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। 

প্রসঙ্গত, গত ৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিআইজি থেকে পরিদর্শক পর্যায়ের ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি বিতর্কিত ভূমিকার কারণে আরও ৫৫ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!