• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলে ৭০ সচিবের ‘বিরোধিতা’, জানাল কারণ ও ব্যাখ্যা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৫, ০৮:০৯ পিএম
পে স্কেলে ৭০ সচিবের ‘বিরোধিতা’, জানাল কারণ ও ব্যাখ্যা

ফাইল ছবি

নবম পে স্কেল কার্যকর করার বিষয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশার সঙ্গে কমিশনের সুপারিশের প্রস্তুতি এখনো চলমান। জাতীয় বেতন কমিশন সব মন্ত্রণালয়ের ৭০-এরও বেশি সচিবের সঙ্গে চার দফায় মতবিনিময় করেছে। বৈঠকগুলোতে সচিবরা আকাশচুম্বী বা অতিরিক্ত বেতন বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেছেন। তারা কার্যকর, বাস্তবসম্মত সুপারিশ করতে এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনের মাধ্যমে প্রায় আড়াই শতাধিক সংগঠন থেকে মতামত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করা হয়েছে। 

কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘সচিবদের সঙ্গে একসঙ্গে সভা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল। তাই ধাপে ধাপে মতামত সংগ্রহ করা হয়েছে। এগুলো বর্তমানে পর্যালোচনার মধ্যে আছে।’

সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া পূর্ণোদ্যমে চলছে। কমিশনের সদস্যরা জানাচ্ছেন, কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। এতে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

রাজ্য পরিচালনায় সচিবদের এই পরামর্শ সুপারিশ প্রণয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এসএইচ 

Wordbridge School
Link copied!