• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৫৭ পিএম
অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

ফাইল ছবি

দীর্ঘ বিরতির পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের মোহদীপুর থেকে পেঁয়াজবোঝাই দুটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। এতে বাজারে পেঁয়াজের যোগান স্বস্তি ফেরাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

মেসার্স ওয়েলকাম এন্টারপ্রাইজ ও গৌড় ইন্টারন্যাশনাল নামের দুই প্রতিষ্ঠান প্রথম চালান হিসেবে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সোমবার আরও পেঁয়াজভর্তি ট্রাক আসতে পারে।

রোববার সকালে সরকার সোনামসজিদ দিয়ে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের প্রথম চালানটি দেশে প্রবেশ করে। ব্যবসায়ীরা বলছেন, এই আমদানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথ তৈরি করবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!