• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগ ও বিএনপির ১০২ নেতাকর্মী জামায়াতে যোগদান


চুয়াডাঙ্গা প্রতিনিধি ডিসেম্বর ৭, ২০২৫, ০৬:৪৮ পিএম
আওয়ামী লীগ ও বিএনপির ১০২ নেতাকর্মী জামায়াতে যোগদান

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় লালনভক্ত বিএনপি ও আওয়ামী লীগের ১০২ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা জামায়াত ইসলামের আমির রুহুল আমিন নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

জেলা জামায়াতের আমির রুহুল আমিন তার বক্তব্যে বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা ও শান্তিময় সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে হবে। গত ৫ আগস্টের পর থেকে আমাদের কার্যক্রমে কোনো পরিবর্তন হয়নি। যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা পরস্পরের ভাই হিসেবে ভালো-মন্দ, বিপদ-আপদে একসাথে কাজ করবে। সাধারণ ভোটাররা সব দলকে নির্বাচনে দেখেছে; এবার তারা জামায়াত ইসলামীকে সমর্থন দেবে।

যোগদান অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, দর্শনা জামায়াতের আমির রেজাউল করিমসহ দলীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রফিজ উদ্দিন মাস্টার।

এই যোগদানের মাধ্যমে চুয়াডাঙ্গার রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলামীতে নতুন শক্তি ও সমর্থন যুক্ত হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!