ফাইল ছবি
১২তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৫-এ উদ্যোক্তাদের জন্য নতুন সেবা ও সুযোগ নিয়ে অংশ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এসএমই ফাউন্ডেশন আয়োজিত আট দিনব্যাপী এই মেলার স্টল উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিতা কেটে তিনি কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, মোহাম্মদ জাকির হোসাইন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।
স্টলে আগত ক্রেতা-দর্শনার্থী এবং উদ্যোক্তাদের জন্য ব্যাংকটি প্রদর্শন করছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নসংক্রান্ত তথ্যও দিচ্ছেন ব্যাংকের কর্মকর্তারা।
মেলা ঘিরে এসএমই খাতের উদ্যোক্তারা ইসলামী ব্যাংকের স্টলে বাড়তি আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছে আয়োজকরা।
এসএইচ







































