• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রার্থীদের কঠিন শর্ত দিল নির্বাচন কমিশন, না মানলেই বিপদ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:০৫ পিএম
প্রার্থীদের কঠিন শর্ত দিল নির্বাচন কমিশন, না মানলেই বিপদ

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের জন্য কঠোর বার্তা দিল নির্বাচন কমিশন (ইসি)। পোস্টার-ব্যানারসহ সব ধরনের প্রচারসামগ্রী তফসিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে-এই নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কমিশন।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর প্রচারসামগ্রী অপসারণে কাউকে ছাড় দেওয়া হবে না। 

আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা মনোনয়ন ও নির্বাচনি প্রচারণায় বড় বাধা সৃষ্টি করতে পারে।

ইসি জানায়, আচরণবিধি নিশ্চিতে তফসিল ঘোষণার পরদিন থেকেই প্রতিটি উপজেলা ও থানায় দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। ভোটের আগের তিন দিন, ভোটের দিন এবং পরের দিন এই সংখ্যা আরও বাড়ানো হবে, যাতে বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করা যায়।

নির্বাচনি এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণেও কঠোর নিষেধাজ্ঞা থাকবে। তবে বয়স্কভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধা স্বাভাবিক নিয়মেই চলবে।

কমিশনের স্পষ্ট বার্তা-যারা নিয়ম মানবে না, তাদের জন্য নির্বাচনি পথ কঠিন হয়ে যাবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!