• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিয়োগ পেলেন ১০৮ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০৪:২১ পিএম
নিয়োগ পেলেন ১০৮ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেল

ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য ১০৮ ডেপুর্টি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

নিয়োগ দেওয়াদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৪১ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৬৭ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সলিসিটর মুঞ্জুরুল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডারের ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৪১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।

অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- বাংলাদেশ ল অফিসার্স অর্ডারের ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৬৭ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।

পিএস

Wordbridge School
Link copied!