• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৫, ০৯:৫২ পিএম
আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১

ঢাকা: আওয়ামী লীগের মিছিল থেকে দলটির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকেলে রাজধানীর গুলিস্তানে মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, গুলিস্তানে মিছিল থেকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানাতে পারেননি তিনি।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, একই দিনে রাজধানীর আরও অন্তত চারটি স্থানে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ডিএমপির শেরেবাংলা নগর, শাহজাহানপুর, বিমানবন্দর ও রমনা থানা এলাকায় এ মিছিলগুলো করা হয়। এসব মিছিলে যারা অংশ নেন, তাদের গ্রেপ্তারেও অভিযান চলমান।

১২ মে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

পাশাপাশি যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

এআর

Wordbridge School
Link copied!