• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২৫, ০৪:০৯ পিএম
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার গ্রেপ্তার

ঢাকা: বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেপ্তার করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান।

তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বিচার দাবি জানান।

ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে রুমন আলী লস্কর নামের একজন শিক্ষার্থী লিখিত বক্তব্যে জানান, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়।

বাংলাদেশের আইন অনুযায়ী, কলেজের সেশন ফি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার নিয়ম থাকলেও, তারা তা না করে মানিলন্ডারিং আইন লঙ্ঘন করে শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করেছে। তারা বিদেশি কলেজগুলোর ভুয়া অফার লেটার তৈরি করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।

রুমন আলী লস্কর আরও বলেন, তাদের মতো ভুক্তভোগীর সংখ্যা প্রায় সহস্রাধিক এবং প্রত্যেকের পাওনা টাকার পরিমাণ গড়ে ২০ লাখ টাকা। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের দেওয়া তালিকা অনুযায়ী ৮৫০ জনের বেশি শিক্ষার্থী থাকলেও, তাদের ধারণা, এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

ভুক্তভোগী আরেক শিক্ষার্থী জানান, গত ২৭ আগস্ট, বিএসবি চেয়ারম্যান বাশার এবং পাওনাদারদের প্রতিনিধি দলের মধ্যে একটি চুক্তির সই হয়। চুক্তিতে বলা হয়, পাওনা টাকা ৩ কিস্তিতে যথাক্রমে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর এবং ২৫ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। কিন্তু প্রথম কিস্তি পরিশোধের দিন (২৩ সেপ্টেম্বর ২০২৪) অর্থ প্রদানে ব্যর্থ হয় এবং তার গুণ্ডাবাহিনী দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যাতে অনেক শিক্ষার্থী আহত হয়। গুলশান থানা পুলিশ এই ঘটনার বিষয়ে অবগত আছে।

আইএ

Wordbridge School
Link copied!