• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি ল্যাম্পস, লুজারে মিউচ্যুয়াল ফান্ড


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২০, ১২:২০ পিএম
সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি ল্যাম্পস, লুজারে মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল বাংলদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড। অন্যদিকে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে ছিল সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, গেল সপ্তাহে বিডি ল্যাম্পসের শেয়ার দর ৩৮.৫৫ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যারামিট লিমিটেড ।গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ৪৫ লাখ ৭১ হাজার  টাকা।

বঙ্গজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট  ৫ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, এসিআই ফরমুলেশনস, ফার্মা এইডস, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম ও সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

গত সপ্তাহে ডিএসইতে দর কমার শীর্ষে ছিল-সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১। বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই এর দাম কমেছে।

সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে তিন কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা।

অপরদিকে ইউনিটের দাম কমেছে ২২ দশমিক ৬৬ শতাংশ। টাকার অঙ্কে দাম কমেছে ২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ১২ টাকা ৮০ পয়সা।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১ এর পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ২১ দশমিক শূন্য ৯ শতাংশ। এর পরেই রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ২০ দশমিক ৪৯ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৭ দশমিক ৬৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬ দশমিক ৪৬ শতাংশ, এসএস স্টিলের ১৬ দশমিক ৪৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ১৫ দশমিক ৮৪ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৫২ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের ১৫ দশমিক ৩৮ শতাংশ দাম কমেছে।

সোনালীনিউজ/এলএ/এএস

Wordbridge School
Link copied!