• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচকের ব্যাপক পতনেও লেনদেন বেড়েছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩০, ২০২০, ০৩:০৮ পিএম
সূচকের ব্যাপক পতনেও লেনদেন বেড়েছে

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন গত কার্যদিবসের চেয়ে টাকার অংকে লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (৩০ নভেম্বর) ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ২১ লাখ ২ হাজার টাকা। এর আগের কার্যদিবস রোববারে লেনদেন হয়েছিলো ৭৬৬ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা। 

ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬৬ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৮৭ পয়েন্টে।
 
এদিন সূচকের পতনের পাশাপাশি শেয়ারের দাম কমেছে বেশরভাগ কোম্পানির।  লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১টির। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!