• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন কমেছে ৮৬৫ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০২১, ০৩:১৭ পিএম
ডিএসইতে লেনদেন কমেছে ৮৬৫ কোটি টাকা

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গত কার্যদিবস রোববারের থেকে লেনদেন কমেছে ৮৬৫ কোটি ২৭ লাখ ৭৪ হাজার টাকা।

সোমবার (১৮ জানুয়ারি) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই’র ব্রড ইনডেক্স ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮০১ পয়েন্টে। আর এদিন ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে হয়েছে ১২৯৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২১৯৫ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে ১৮ জানুয়ারির লেনদেন সংক্রান্ত স্কীনশর্ট

এদিন লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, দর কমেছে ২২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২টির। 

সোমবার টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকা। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিলো ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!