• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থান, কমেছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২১, ০৩:৪২ পিএম
সূচকের উত্থান, কমেছে লেনদেন

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সূচক ঊর্ধ্বমূখী থাকলেও এদিন গত কার্যদিবসের থেকে টাকার অংকে লেনদেন কমেছে ১৫৫ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকা।

সোমবার (৮ মার্চ) ডিএসই’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স এদিন ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১৬৮ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

সোমবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ও ইউনিট। এদিন লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১০৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১টির। 

আজ টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৭২১ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিলো ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!