• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিত্যপণ্যের সাপ্লাই সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১২, ২০২১, ০৪:০৩ পিএম
নিত্যপণ্যের সাপ্লাই সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

ঢাকা : করোনা প্রাদুর্ভাবে কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ শিশুখাদ্য, উৎপাদন, পরিবহন ও বিতরণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশে ব্যাংকের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) মো. শফিকুল রহমান স্বাক্ষরিত সার্কুলারে এই নির্দেশনা দেয়া হয়। ।   

সার্কুলারে বলা হয়, করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ (চাল, ডাল, তেল, পিয়াজ, মশুর ডাল, লবন, চিনি, আদা, রসুন), পানি, শিশুখাদ্য ও অন্যান্য খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সকল প্রকার চিকিৎসা সামগ্রী ও ইলেকট্রনিক সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে এর উৎপাদন, আমদানি, পণ্য খালাস, পণ্য পরিবহণ, কুরিয়ার ব্যবস্থা এবং ওয়্যারহাউস কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিধি মোতাবেক ব্যাংকিং সেবা দেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পত্রে জ্ঞাপিত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সাথে গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুগ্রহপূর্বক বিষয়টি সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করবেন।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!