• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে এবি ব্যাংক


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২১, ১০:০৬ পিএম
বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে এবি ব্যাংক

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৫% স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা এই অনুমোদন দেয়া হয়।

উক্ত সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের  সর্বসম্মতিক্রমে ২০২০ সালে ব্যাংকের নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২,৪৪৮ কোটি টাকায় এবং ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩৮,৫৭৬ কোটি টাকায় যা পূর্ববর্তী বছরের তুলনায় ৫.৫২% বেশি। 

এর আগে গত ১২ এপ্রিল ২০২১ এবি ব্যাংক তার সফল ব্যাংকিং কার্যক্রমের ৩৯ বছর পূর্ণ করেছে। 

সভায় ফিরোজ আহমেদ, খাইরুল আলম চৌধুরী এবং মো. মাকসুদুল হক খানকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দেয়া হয়। এবং 

শেয়ারহোল্ডারদের সম্মতিতে শফিকুল আলমকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শেয়ারহোল্ডারা ২০২১ সালের জন্য ব্যাংকের নিরীক্ষক হিসাবে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-কে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে এবং মেসার্স এস এফ আহমেদ এন্ড কোং- কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লাইন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। 

সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী। 

এসময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল সহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!