• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৬ মাসে ডিএসইতে যত উত্থান


নিজস্ব প্রতিবেদক জুলাই ১, ২০২১, ০৩:০৭ পিএম
৬ মাসে ডিএসইতে যত উত্থান

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের প্রথম (অর্থ বছরের শেষ) ছয় মাসে সবগুলো সূচক, মার্কেট মূলধন এবং গড় টার্নওভারসহ সার্বিক অবস্থানের উন্নতি হয়েছে। চলতি বছরের মাত্র ৬ মাসে স্টক একচেঞ্জটিতে ২০২০ সালের পূর্ণবছরের চেয়েও বেশি উত্থান দেখা গেছে। 

ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের অর্ধ-বার্ষিকী মার্কেট রিভিউ থেকে ডিএসইর বাজার বিশ্লেষণে জানুয়ারি-জুন’২১ এ এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত ৬ মাসে ৭৪৮.৪ পয়েন্ট বেড়েছে। যা শতকরা হিসেবে ১৩ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২০’ বছর শেষে সূচকটি ছিলো ৫ হাজার ৪০২ পয়েন্টে। যা ২০২১ এর জুন শেষে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫০ পয়েন্টে। সূচকের এ অবস্থান ২০১৮ সালের জানুয়ারির পর বা গত ৩ বছর ৫ মাসের সর্বোচ্চ। ২০২০ সালের জুন শেষে সূচকটির অবস্থান ছিলো ৫ হাজার ৪০৫ পয়েন্টে। আর ওই বছরজুড়ে সূচকটি বেড়েছিলো ৭৪৫.৫ পয়েন্ট বা ১৩.৮ শতাংশ। যা চলতি বছরের মাত্র ৬ মাসের চেয়েও ৩ পয়েন্ট কম।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের চিত্রে ডিএসইর বাজার বিশ্লেষণ

ডিএসইর ডিএস৩০ সূচকটি গত ৬ মাসে ২৪৪.৪ পয়েন্ট বেড়েছে। যা শতকরা হিসেবে ১২ দশমিক ৪ শতাংশ বেশি। ২০২০’ বছর শেষে সূচকটি ছিলো ১ হাজার ৯৬৪ পয়েন্টে। আর ২০২১ এর জুন শেষে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ পয়েন্টে। ২০২০ সালের জুন শেষে সূচকটির অবস্থান ছিলো ১ হাজার ৯৬০ পয়েন্টে। আর ওই বছরজুড়ে সূচকটি বেড়েছিলো ২৪৮.৫ পয়েন্ট বা ১২.৭ শতাংশ। যা চলতি বছরের মাত্র ৬ মাসের চেয়ে ৪ পয়েন্ট বেশি।

আর ডিএসইর শরিয়াহ সূচক গত ৬ মাসে বেড়েছে ৭২.৬ পয়েন্ট বা ৫.৮ শতাংশ। ২০২০’ বছর শেষে সূচকটি ছিলো ১ হাজার ২৪২ পয়েন্টে। আর ২০২১ এর জুন শেষে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৫ পয়েন্টে। ২০২০ সালের জুন শেষে সূচকটির অবস্থান ছিলো ১ হাজার ২৬৪ পয়েন্টে। আর ওই বছরজুড়ে সূচকটি বেড়েছিলো ৫০.৮ পয়েন্ট বা ৪ শতাংশ। যা চলতি বছরের মাত্র ৬ মাসেরও চেয়েও ২২ পয়েন্ট কম।

এদিকে, ডিএসইর বাজার মূলধন বছরের প্রথমার্ধ শেষে দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৩শ’ কোটি টাকায়। যা ২০২০ শেষে ছিলো ৪ লাখ ৪৮ হাজার ২শ’ কোটি টাকা। সে হিসেবে মাত্র ৬ মাসে বাজার মূলধন বেড়েছে ৬৬ হাজার কোটি টাকার বেশি। যা শতকরা হিসেবে ১৪.৭ শতাংশ বেশি। ২০২০ সালের প্রথম ৬ মাসে ডিএসইর বাজার মূলধন ছিলো ৩ লাখ ৮৪ হাজার ৭শ’ কোটি টাকা। আর ওই বছরজুড়ে মূলধন বেড়েছিলো ১ লাখ ২৯ হাজার ৫শ’ কোটি টাকা বা ৩৩. ৭ শতাংশ।

সূচক ও বাজার মূলধন বাড়ার পাশাপাশি ডিএসইতে গড় রেভিনিউ বা টার্নওভারেও এসেছে ব্যপক পরিবর্তন। একচেঞ্জটিতে গত ৬ মাসে গড় টার্নওভার হয়েছে ১ হাজার ২৪৪ কোটি টাকা। যা ২০২০’ বছর শেষে হয়েছিলো ৮২৩ কোটি টাকা। সে হিসেবে মাত্র ৬ মাসের ব্যবধানে ডিএসইতে গড় টার্নওভার বেড়েছে এসেছে ৪২০ কোটি টাকা বা ৫১.১ শতাংশ। গত বছরের প্রথম ৬ মাসে গড় টার্নওভার হয়েছিলো ৪৫৬ কোটি টাকা। আর ওই বছরজুড়ে টার্নওভার বেড়েছিলো ৭৮৭ কোটি টাকা বা ১৭২.৪ শতাংশ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!