• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ


নিজস্ব প্রতিনিধি আগস্ট ৪, ২০২১, ১১:১১ এএম
আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

ফাইল ছবি

ঢাকা : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন ১৯ আগস্ট পর্যন্ত বহাল অছে। সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার (৪ আগস্ট) ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে গত রোববার (১আগস্ট) একই কারণে ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ রাখা হয়।

গত বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক  ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে আলাদা আলাদা নির্দেশনা জারি করেছে। 

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি সূত্রে জানা গেছে, রোববার (১ আগস্ট) ও আগামী বুধবার (৪ আগস্ট) ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও ২, ৩ ও ৫ আগস্ট লেনদেন চলবে। 

তবে নির্দেশনায় ওই ৩ দিন ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের সময় ১ ঘন্টা বাড়িয়ে দেয়া হয়েছে। 

ওই দিনগুলোতে ব্যাংকিং লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন চলবে দুপুর ২ টা পর্যন্ত।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!