• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাভেলো আইসক্রিমের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২১, ০৫:৩৮ পিএম
লাভেলো আইসক্রিমের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। 

সোমবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে যে, ২০২০-২১ অর্থ বছরে লাভেলোর কর পরবর্তী নীট মুনাফা ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর প্রায় পুরোটাই শেয়ার হোল্ডারেেদর নগদ লভাংশ হিসেবে বন্টন করার প্রস্তাব করা হয়েছে, সে হিসাবে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.৩১ টাকা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৫৭ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭
নভেম্বর।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!