• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাইক কিনে প্রাইভেট কার পেলেন রাকিব


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২২, ২০২১, ০৩:৩২ পিএম
বাইক কিনে প্রাইভেট কার পেলেন রাকিব

ছবি: সোনালীনিউজ

ঢাকা: দেশব্যাপী গ্রাহকদের জন্য নভেম্বর মাসজুড়ে ‘হিরো বাইক মেলা’র আয়োজন করেছে নিটল নিলয় গ্রুপ। এই আয়োজনের ৪র্থ সপ্তাহের বিজয়ী হিসেবে মো. রাকিব আলী হিরো মটরসের একটি বাইক কিনে জিতে নিয়েছেন টাটা ইনডিগো প্রাইভেট কার। 

রাজধানীর দিলকুশার হোটেল পূর্বালী ইন্টারন্যাশনালে সোমবার (২২ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে মো. রাকিব আলীর হাতে পুরস্কার হিসেবে নতুন টাটা ইনডিগো প্রাইভেট কার হস্তান্তর করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ এবং হিরো মোটোকর্প লিমিটেডের এশিয়া রিজিওনাল হেড প্রবীর কুমার সাহা। পুরুস্কার গ্রহণের সময় রাকিব আলী নামের ওই যুবকের সঙ্গে তার বাবা এবং বড় ভাই উপস্থিত ছিলেন। 

ছবি: সোনালীনিউজ

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এইচ এম সি এল নিলয় বাংলাদেশ লিমেটেডের সিওও নগেন্দ্র দুবেদি, নিলয় মটরস লিমিটেডের সিএমও আবু আসলামসহ কোম্পানিটির স্থানীয় চ্যানেল পার্টনাররা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আবদুল মাতলুব আহমেদ বলেন, আমি ইতিমধ্যে হিরো মোটরসাইকেলের চারজন ভাগ্যবান গ্রাহকের হাতে গাড়ি হস্তান্তর করেছি। আজকের অনুষ্ঠানে লটারির মাধ্যমে পঞ্চম বিজয়ীর নাম ঘোষণা করেছি। আমাদের এই বিশেষ অফারের কারণে প্রতিনিয়ত গ্রাহকদের প্রচন্ড সাড়া পাচ্ছি। হিরো গ্রাহকদের আস্থা অর্জনের জন্য নিরলস কাজ করে চলেছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এসময় প্রবীর কুমার সাহা বলেন, বাংলাদেশ আগামী বছরগুলিতে সবচেয়ে বড় অর্থনৈতিক সমৃদ্ধির বাজার হতে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধির সাথে আসে গতিশীলতা এবং প্রতিটি উন্নয়নশীল বাজারেই হিরো প্রমান করেছে সর্বোত্তম সেবা। আমরা বাংলাদেশের গ্রাহকদের জন্য বিস্ময়কর পণ্য এবং প্রযুক্তির বিকাশ অব্যাহত রাখব।

ছবি: সোনালীনিউজ

আজকের আনুষ্ঠানে পঞ্চম সপ্তাহের ‘টাটা ইনডিগো প্রাইভেট কার’ পুরস্কারের জন্য লটারির মাধ্যমে যশোর জেলার এক ভাগ্য বিজয়ীকে নির্বাচন করা হয়েছে। যার কুপন নম্বর ৪৭৫৮২৯। এছাড়া যে দামে বাইক কেনা হয়েছে তা থেকে ১০ হাজার, ২০ হাজার ও ৪০ হাজার টাকা ফেরত পাবে আরও ৩ ভাগ্য বিজয়ী।

উল্লেখ্য, নভেম্বর মাসজুড়ে চলমান ‘হিরো বাইক মেলা’য় টাটা ইনডিগো প্রাইভেট কার জেতার সুযোগ ছাড়াও হিরো থ্রিলার ১৬০আর ক্রয়ে গ্রাহকরা সাথে সাথে পাচ্ছে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং যেকোন বাইকের সাথে পাওয়া যাচ্ছে হিরো ব্র্যান্ডের ছাতা।

সোনালীনিউজ/এমএইচ 

Wordbridge School
Link copied!