• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘খেলা হবে’ ঘোষণার পরই না খেলে দেশ ছাড়লেন শামীম: মান্নান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৫৩ এএম
‘খেলা হবে’ ঘোষণার পরই না খেলে দেশ ছাড়লেন শামীম: মান্নান

ফাইল ছবি

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান "খেলা হবে, ঘোষণার পরই না খেলে দেশ ছাড়লেন শামীম" এমন মন্তব্য করেন তিনি ।

তিনি বলেন, "শামীম ওসমান নারায়ণগঞ্জে দীর্ঘদিন আতঙ্কের নাম ছিলেন। এ কারণেই তাকে ‘গডফাদার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘খেলা হবে’ বলে ঘোষণা দিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের মুখোমুখি হোন। সাধারণ মানুষ আপনাদের প্রতিরোধ করবে।"

আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, "এলাকার সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন (বর্তমানে স্বতন্ত্র প্রার্থী) ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার কোনো স্থান থাকবে না। এলাকায় একটি আধুনিক হাসপাতাল, একটি মানসম্মত স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে—যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ঢাকায় যেতে না হয়।"

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ অপু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাছুম প্রধানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এসবিআর

Wordbridge School
Link copied!