• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউনিয়ন ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২২, ০৫:০৪ পিএম
ইউনিয়ন ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ

ফাইল ছবি

ঢাকা: স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দিয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। এতে প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে দেশি বিনিয়োগকারীগণ ৭৯২টি শেয়ার এবং অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীগন ৫৩৭টি শেয়ার বরাদ্ধ পেয়েছে।

রোববার (১৬ জানুয়ারী) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত ট্রেনিং একাডেমিতে প্রো-রাটার ভিত্তিতে এ শেয়ার বরাদ্দ প্রদান অনুষ্ঠিত হয়।

ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান    স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির সব শ্রেনীর বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৩.৬২ গুন বেশি আবেদন জমা পড়ে।

আজকের শেয়ার বরাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ইউনিয়ন ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মো. হাবিবুর রহমান, ডিএসই’রসিআরও (ইনচার্জ) ও উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ভূইয়া, ডিএসই’র ট্রেনিং একাডেমির প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ওডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

পরবর্তীতে ডিএসইর লিস্টিং ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম প্রো-রাটার ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!