• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চিনি ও পাম তেলের নতুন দাম নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২২, ০৬:২৪ পিএম
চিনি ও পাম তেলের নতুন দাম নির্ধারণ

ঢাকা: চিনি ও পাম তেলের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি সর্বোচ্চ ৮৯ টাকা, খোলা চিনি ৮৪ টাকা কেজি দরে বিক্রি হবে।এছাড়া পাম তেলের লিটার ১৩৩ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ দাম ঘোষণা করেছে।আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সরকার নির্ধারিত নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে পাম তেলের দাম ১৪৫ টাকা লিটার ছিল।খোলা বাজারে প্রতিকেজি চিনি ৯০-৯৫ টাকায় বিক্রি হতো।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ৯টি নিত্যপণ্যের দাম ঠিক করে দেওয়া হবে। সেগুলো হলো- ভোজ্যতেল, চিনি, রড, সিমেন্ট, চাল, আটা, ময়দা, মসুর ডাল, ডিম। এরমধ্যে আজ দু'টি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!