• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০২৩, ০৩:০৩ পিএম
রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

ঢাকা: পবিত্র রমজান মাসে পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। 

সোমবার (২০ মার্চ) বিএসইসি সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ১ টা ২০মিনিট পর্যন্ত দেশের উভয় বাজারে লেনদেন হবে। নতুন সময়সূচি অনুযায়ী রমজানে সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। আর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। রমজানে পর আগের নিয়মেই চলবে লেনদেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!