• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বাংলা কিউআর’ কোডে লেনদেন চালু করলো কেন্দ্রীয় ব্যাংক


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৩, ০২:২৯ পিএম
‘বাংলা কিউআর’ কোডে লেনদেন চালু করলো কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: বিনামূল্যে সেবা প্রদানসহ নগদ টাকার ব্যবহার কমাতে ‘বাংলা কিউআর’ কোডে লেনদেন চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (সিএমএসএমই), মাইক্রো-মার্চেন্ট ও স্বল্প আয়ের জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ছোট-বড় সব ব্যবসায়ীদের লেনদেন প্রযুক্তি নির্ভর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে ব্যবসায়ীরা দিনে যত খুশি তত পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন। এ ছাড়া জনসাধারণকে বিনামূল্যে পরিশোধ সেবা প্রদানের লক্ষ্যে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ‘বাংলা কিউআর’ সংক্রান্ত ব্যয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) খাতে দেখাতে পারবে।

এতে ২০২৭ সালের মধ্যে দেশের সব লেনদেনের ৭৫ শতাংশ অনলাইন মাধ্যমে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোনালীনিউজ/এএইচ/আইএ

Wordbridge School
Link copied!