• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠানো যাবে ‘নগদে’


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৩, ০৪:২৮ পিএম
তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠানো যাবে ‘নগদে’

ঢাকা: দেশে রেমিট্যান্স আনা যাবে মুহূর্তেই। এই সুবিধা দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা নগদ। পাশাপাশি প্রতি হাজারে সরকারি বোনাস ২৫ টাকাসহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগও দিচ্ছে নগদ। 

প্রবাসিরা বৈধভাবে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে নগদ একটি বোনাস ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় একজন গ্রাহক ১০ হাজার বা তার বেশি টাকা পাঠালে প্রতি লেনদেনে ১০০ টাকা বোনাস পাবেন এবং ক্যাম্পেইন চলাকালে গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ক্যাম্পেইনটি।

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সব দেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ও জাপান থেকে কম খরচে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। এসব দেশ থেকে পার্টনার এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর বা ব্যাংকের মাধ্যমে নগদ-এ রেমিটেন্স পাঠানো যাবে।

সোনালীনিউজ/এএইচ/আইএ

Wordbridge School
Link copied!