• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৬ মাসে গ্রামীণ ফোনের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ 


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২৩, ০১:১৪ পিএম
৬ মাসে গ্রামীণ ফোনের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ 

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড বিগত বছরের তুলনায় ২০২৩ সালের প্রথম ছয় মাসে নিট মুনাফা করেছে ১ হাজার ৯৭৩ কোটি টাকা বা ১৪ শতাংশ বেশি।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রথম প্রান্তিক এপ্রিল থেকে জুন সময়ের মধ্যে কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৯.৬ শতাংশ বেড়ে ১ হাজার ১৯৩ কোটি টাকা হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে গ্রামীন ফোনের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮.৮৪ টাকা, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৬.৮২ টাকা। ছয় মাসে আয় ১৪.৬২ টাকায় দাঁড়িয়েছে, যা ২০২২ সালের জানুয়ারি-জুন সময়ের মধ্যে ১২.৮২ টাকা ছিল। সবশেষ সোমবার ডিএসইতে গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন হয় ২৮৬.৬ টাকায়।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!