• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আবারও লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২৩, ০৮:০৮ পিএম
আবারও লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি

ঢাকা: দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সব থেকে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা।দেশের ইতিহাসে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

শুক্রবার (২৫ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত ১৭ আগস্ট দেশের বাজারে স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়। তখন ভালো মানের এক ভরি সোনার দাম হয় ৯৯ হাজার ২৭ টাকা। তার আগে ছিলে এক লাখ ৭৭৭ টাকা।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৬ হাজার ৬০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ৮২ হাজার ৭৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৬৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!