• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৭ কার্যদিবসে অস্বাভাবিক বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৫:১২ পিএম
৭ কার্যদিবসে অস্বাভাবিক বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর

ঢাকা: রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। দীর্ঘদিন ক্রেতা সংকটে থাকা কোম্পানিটির শেয়ার হঠাৎ উচ্চ দামে বিক্রি হচ্ছে। গত ৭ কার্য দিবসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা। তবে অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধির পেছনে জুয়াড়ি বা কারসাজির হাত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। এর পর গত ১০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা ২০ পয়সা। ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা ৭০ পয়সা উন্নীত হয়। এই ৭ কার্যদিবসে শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা। 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কিছু কোম্পানির ম্যানেজমেন্টের অবস্থা লাজুক। ঠিক মতো লভ্যাংশ দিতে পারছে না। কিছু দিন পর পর দেখা যায় রুগ্ন কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। স্পস্টত এগুলো জুয়াড়িদের খেলা। এর কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। লাভ তুলে নেয় কারসাজিকারীরা। তাই সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে আরও বেশি সতর্ক থাকতে হবে।

এদিকে কোম্পানির শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!