• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রবাসী আয় দেশে পাঠানোর নতুন সুখবর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২৩, ১২:৪১ পিএম
প্রবাসী আয় দেশে পাঠানোর নতুন সুখবর

ঢাকা : রেমিটেন্স বা প্রবাসী আয় এখন থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমেও দেশে সরাসরি পাঠাতে পারবেন প্রবাসীরা। সনদপ্রাপ্ত পিএসপির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে রপ্তানি আয় সংগ্রহ করতে পারবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়াও প্রবাসীদের স্বজনরা ব্যাংক ও এমএফএসের মাধ্যমে পাঠানো রেমিটেন্সের সঙ্গে যে আড়াই শতাংশ প্রণোদনা পান, সেই সুবিধাও পাবেন। তবে এসব প্রতিষ্ঠানের নিজস্ব আউটলেট না থাকায় তারা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স স্বজনদে কাছে পৌঁছে দেবেন। এই সেবার জন্য কোনো বাড়তি চার্জও যুক্ত হবে না।

এতদিন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো রেমিটেন্স আনতে পারতো। নতুন নির্দেশনার পর পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররাও রেমিটেন্স আনতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ব্যাংক ও এমএফএসের পাশাপাশি রেমিটেন্স সংগ্রহ করতে নতুন মাত্রা হিসেবে যোগ হলো পিএসপি। এতে রেমিটেন্স সংগ্রহকারী প্রতিষ্ঠান বেড়ে যাওয়ায় সেবার পরিধিও বাড়লো।

এমটিআই

Wordbridge School
Link copied!