• ঢাকা
  • বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ফার্মা এইডের গ্লাস অ্যাম্পুলের চাহিদা বেড়েছে, উৎপাদন বাড়াতে চুক্তি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৪:০৯ পিএম
ফার্মা এইডের গ্লাস অ্যাম্পুলের চাহিদা বেড়েছে, উৎপাদন বাড়াতে চুক্তি

ঢাকা: উৎপাদনের তুলনায় ফার্মা এইড লিমিটেডের গ্লাস অ্যাম্পুলের চাহিদা অনেক বেড়েছে। ফলে কোম্পানির টোল তৈরিতে গ্লাস অ্যাম্পুলের উৎপাদন বাড়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উৎপাদনের প্রথম ছয় মাস (অক্টোবর-২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত) পরীক্ষামূলকভাবে চলবে। এই সময়ে কোম্পানিটির টোল উৎপাদনে সন্তোষজনক ফল পাওয়া গেলে কোম্পানির পক্ষ থেকে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে।

১৯৮৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমান শেয়ার সংখ্যা ৩১ লাখ ২০ হাজার। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছরও একই পরিমাণ লভ্যাংশ দেয়। ৩ কোটি ১২ লাখ টাকা পরিশোধিত মূলধনি কোম্পানিটির শেয়ারের মূল্য বৃহস্পতিবার দিনের শুরুতে ছিল ৭৯০ টাকা ৭০ পয়সা।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!