• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

এক বছর উৎপাদন বন্ধ থাকবে মেট্রো স্পিনিংয়ের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৬:৩১ পিএম
এক বছর উৎপাদন বন্ধ থাকবে মেট্রো স্পিনিংয়ের

ঢাকা: মেট্রো স্পিনিং লিমিটেডের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন করে কারখানা সংস্কার (বিএমআরই বা ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন ও এক্সপানশন) করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আগামী এক বছরের মধ্যে কারখানা পুনর্গঠন করবে কোম্পানিটি। পুরোনো বেশ কিছু মেশিনারিজ বিক্রি করে সেখানে নতুন নতুন যন্ত্রপাতি বসানো হবে। নতুন মেশিনারিজ স্থাপনের পর পরীক্ষামূলক উৎপাদনও করবে প্রতিষ্ঠানটি।

২০০২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির নতুন মেশিনারিজ স্থাপনের পর উৎপাদন ক্ষমতা ন্যূনতম ১১০ শতাংশ বাড়বে। এর ফলে কোম্পানির টার্নওভার ও মুনাফাও বাড়বে।

২০২২ সালের ৩০ জুন শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগে ২০২০ সালে ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৬কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!