• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্রাহকের টাকা না দিয়ে কালক্ষেপণ করছে গোল্ডেন লাইফ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৩, ০৮:৩৬ পিএম
গ্রাহকের টাকা না দিয়ে কালক্ষেপণ করছে গোল্ডেন লাইফ

ঢাকা: বীমা পলিসির মেয়াদ উত্তীর্ণ হলেও গ্রাহককে টাকা দিচ্ছেন না গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ১২ বছরের পলিসির মেয়াদ ২০২২ সালে উত্তীর্ণ হলেও টাকা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে কোম্পানিটির বিরুদ্ধে।

রোববাব (৫ অক্টোবর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবর লিখিত এক অভিযোগ দিয়েছেন কোম্পানিটির বীমা গ্রাহক রুহুল আমীন।

জানা যায়, ২০১০ সালের ২৮ ডিসেম্বর গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সে ১২ বছর মেয়াদি একটি পলিসি গ্রহণ করেন রুহুল আমীন। এই পলিসির মোট বীমা অংক দেড় লাখ টাকা। প্রতি বছরে প্রিমিয়াম ছিলো ১৫ হাজার ৫৭০ টাকা। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেয়াদ উত্তীর্ণ হয়। কিন্তু কোম্পানি বার বার তারিখ দিয়েও মেয়াদ উত্তীর্ণের টাকা দেয়নি।

রুহুল আমীন বলেন, একাধিকবার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা টাকা না দিয়ে কালক্ষেপন করছে। বাধ্য হয়ে আইডিআরএ’র চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছি।

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আমজাদ হোসেন খান চৌধুরীর কাছে অভিযোগে বিষয়ে জানতে চাইলে তিনি সোনালী নিউজকে বলেন, গ্রাহকদের এমন অনেকগুলো অভিযোগ আছে। তবে টাকা দিচ্ছে না বিষয়টি ঠিক না। আমাদের ফান্ড ক্রাইসিসের কারণে সিরিয়াল অনুযায়ী টাকা পরিশোধ করা হচ্ছে।

এআর

Wordbridge School
Link copied!