• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অস্বাভাবিক দর বাড়ছে সেন্ট্রাল ফার্মার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৩, ০২:৩০ পিএম
অস্বাভাবিক দর বাড়ছে সেন্ট্রাল ফার্মার

ফাইল ছবি

ঢাকা: মন্দা বাজারে পচা শেয়ারের কদর বাড়ছে প্রতিনিয়ত। তেমনি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লোকসানে রয়েছে সর্বশেষ প্রান্তিকে। ধুকে পড়া কোম্পানির শেয়ারে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। তবে হুটহাট পচা শেয়ারের দর বাড়াকে কারসাজি বলছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ছে। তবে এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলছে কোম্পানিটি।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইট পর্যালোচনায় দেখা যায়, সম্প্রতি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৯০ পয়সা। ১৯ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৭০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল শূন্য পয়সা, যা গত বছরের একই সময়েও শূন্য পয়সা ছিল। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ৫৪ পয়সা।

ওয়াইএ

Wordbridge School
Link copied!