• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন শীর্ষক কর্মশালা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৩, ১০:০২ পিএম
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন শীর্ষক কর্মশালা সম্পন্ন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২০ নভেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একে এম মাহবুব মোরশেদ এবং মূল বিষয়ের উপর বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংক ও এজেন্ট আউটলেটের ৭৬১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এআর
 

Wordbridge School
Link copied!