• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোবাইল ব্যাংকিংয়ে প্রবাসী আয় পাঠানোর সীমা বাড়লো


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২৩, ১২:৪৮ পিএম
মোবাইল ব্যাংকিংয়ে প্রবাসী আয় পাঠানোর সীমা বাড়লো

ফাইল ফটো

ঢাকা: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস হিসাবের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্স বিতরণে সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে এখন সর্বোচ্চ দুই লাখ ৫০ হাজার টাকা সরাসরি রেমিট্যান্স সুবিধাভোগীর নিকট পাঠানো যাবে।

বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমন্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, কোনো ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্স মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণের ক্ষেত্রে রেমিট্যান্সের অর্থ সুবিধাভোগীর এমএফএস হিসাবে সরাসরি সর্বোচ্চ দুই লাখ ৫০ হাজার টাকা (নগদ প্রণোদনার অর্থ ব্যতীত) প্রদান করা যাবে। রেমিট্যান্স গ্রহণের ফলে কোনো বেনিফিশিয়ারি হিসাবের স্থিতি ৩ লাখ টাকা অতিক্রম করলে, উক্ত হিসাবের স্থিতি পুনরায় ৩ লাখ টাকার মধ্যে না আসা পর্যন্ত ওই হিসাবে নতুন করে কোনো ক্যাশ ইন বা অ্যাড মানি করা যাবে না।

রেমিট্যান্স ছাড়া এমএফএসর অন্যান্য লেনদেনের ক্ষেত্রে এ বিভাগের ২০২২ সালের এপ্রিল মাসে জারি করা নির্দেশনা পরিপালন নিশ্চিত করতে হবে।

ওয়াইএ

Wordbridge School
Link copied!